শনিবার, ১৪ জুলাই, ২০১২

আমার মা, বোন আর ভালবাসার মানুযদের জন্য

আমার সারা দেহ খেওগো মাটি ও,
এই চোখ দুটো মাটি খেওনা
আমি মরে গেলেও তারে দেখার সাধ
মিটবেনা গো মিটবেনা,
তারে একজনমে ভালবেসে 
ভরবেনা মন ভরবেনা।।

ওরে ইচ্ছে করে বুকের ভেতর
লুকিয়ে রাখি তারে
যেন না পারে সে যেতে আমায় 
কোনদিনও ছেড়ে,
আমি এ জগতে তারে ছাড়া
থাকবোনা গো থাকবোনা।।

ওরে এই না ভুবন ছাড়তে হবে
দুদিন আগে পরে
বিধি একই সঙ্গে রেখো মোদের
একই মাটির ঘরে
আমি ঐ না ঘরে থাকতে একা
পারবোনা গো পারবোনা।। 

শুক্রবার, ২২ জুন, ২০১২

সখী, ভাবনা কাহারে বলে

সখী, ভাবনা কাহারে বলে ।
সখী, যাতনা কাহারে বলে ।
তোমরা যে বল দিবস-রজনী 'ভালোবাসা' 'ভালোবাসা'-
সখী, ভালোবাসা কারে কয় ।
সে কি কেবলি যাতনাময় ।
সে কি কেবলি চোখের জল? সে কি কেবলি দুখের শ্বাস?
লোকে তবে করে কী সুখেরি তরে এমন দুখের আশ।
আমার চোখে তো সকলি শোভন,
সকলি নবীন, সকলি বিমল,
সুনীল আকাশ, শ্যামল কানন,
বিশদ জোছনা, কুসুম কোমল - সকলি আমারি মতো ।
তারা কেবলি হাসে, কেবলি গায়,
হাসিয়া খেলিয়া মরিতে চায়-
না জানে বেদন, না জানে রোদন, না জানে সাধের যাতনা যত ।
ফুল সে হাসিতে হাসিতে ঝরে, জোছনা হাসিয়া মিলায়ে যায়,
হাসিতে হাসিতে আলোকসাগরে আকাশের তারা তেয়াগে কায় ।
আমার মতন সুখী কে আছে ।
আয় সখী, আয়, আমার কাছে-
সুখী হৃদয়ের সুখের গান
শুনিয়া তোদের জুড়াবে প্রাণ।
প্রতিদিন যদি কাঁদিবি কেবল একদিন নয় হাসিবি তোরা -
একদিন নয় বিষাদ ভুলিয়া সকলে মিলিয়া গাহিব মোরা

এই ব্লগটি সন্ধান করুন