রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০০৮

বাংলা কিবোর্ড ও আমার প্রস্তাবনা

কম্পিউটার এ বাংলা লেখার সাথে পরিচয় অনেক দিনের। কিন্তু এখনও এব্যপারটাতে আমি পারর্দশী হয়ে উঠতে পারিনি। কারন বাংলা লেখার ক্ষেত্রে আমার দুর্বলতা ও ধীর টাইপিং দক্ষতা। তবে নানা কিবোর্ড ব্যবহার করতে গিয়ে ব্যবহারকারী হিসাবে সবগুলোতে কিছু না কিছু সমস্যা পেয়েছি। অন্তঃপক্ষে আমার কাছে কোনটাকে মনে হয়নি এটাই কম্পিউটারে বাংলা লেখার ক্ষেত্র চুড়ান্তরুপে গ্রহন করা যেতেপারে। তাই ব্যবহারকারী হিসাবে আমি কিছু প্রস্তাবনা রাখছি। এব্যপারে যারা কাজ করছেন তাদেরকে বিষয়টা একটু ভেবে দেখার অনুরোধ রইলো। এবার আসা যাক মুল কথায়। সবগুলো কিবোর্ড নিয়ে আমি পয়েন্ট আকারে আলোচনা করবো।

১) বিজয়: অন্যতম ব্যবহৃত কিবোর্ড। কিন্তু এর উচ্চমুল্য এবং আরও কিছু জটিলতা এর ভবিষ্যতকে নষ্ট করে দিয়েছে।
২) অভ্র: বাংলা লেখার ক্ষেত্রে এটি একটি মাইল ফলক। নতুন প্রজন্মের অধিকাংশ এখন এটা ব্যবহার করে। সহজ কিবোর্ড বিন্যাস এবং ফ্রি হওয়াতে এটার প্রসার হচ্ছে দ্রুত। কিন্তু উইনডোজ নির্ভর হওয়াতে অন্যান অপারেটিং সিসটেম এ এর কোন গ্রহন যোগ্যতা নেই। আমার কাছে এটাকে আলটিমেট বলে মনে হয়নি। মেমরিতে সবসময় একটা সফটওয়্যার জায়গা দখল করে রাখে। অন্যান ইউনিকোড ভাষাগুলো কম্পিউটারে যেভাবে সংযুক্ত হয় এটা মনে হয় সেভাবে হয় না। আমি কিছুদিন ব্যবহার করে পরে বাদ দিয়েছি।
৩) ফনেটিক (ওয়েব ইন্টারফেস): অভ্র ফনেটিক এবং ওয়েব নির্ভর ফনেটিক-এ কিছু পার্থক্য বিদ্যমান। ইন্টারনেটে লেখার জন্য ওয়েব ফনেটিক (ওয়েব ইন্টারফেস) খুবই ভাল জিনিষ। কিন্তু অফলাইনে বা ইন্টারনেট বিহিন কম্পিউটারে লেখার জন্য এর কোন ইন্টারফেস (অভ্র বাদে) আমার চোখে পড়েনি।
৪) রুপালী/ প্রভাত: রুপালি একুশের পরিক্ষামুলক কিবোর্ড। প্রভাত সেটার পরিমার্জিত সংস্করন। আমি প্রভাত ব্যবহার করি। কারন মেমরিতে কোন আলাদা জায়গা দখল করে না। অন্যান ইউনিকোড যেভাবে কম্পিউটারে সংযুক্ত হয় এটাও মনে হয় সেভাবে সংযুক্ত হয়। এটা বাংলা লিনাক্স এর ডিফল্ট কিবোর্ড। লেআউট কিছুটা ফনেটিক কিবোর্ড লেআউট অনুসরন করে তৈরি করা। তবে এর কিবোর্ড এ কিছুটা গোজামিল আছে। কিছু অক্ষর কে তো ঠেলতে ঠেলতে নিউমেরিক্যাল কিবোর্ড এ নিয়ে ফেলেছে।
৫) অন্যান: ইউনিজয়, ইনস্ক্রিট, জয়িতা, মুনির এগুলো নিয়ে আমার তেমন কোন ধারনা নেয়।
আমার মতামত: আমার মনে হয় যদি প্রভাত এর কিবোর্ডটা পুর পুরি বাংলা ফনেটিকে রুপান্তর করা যায় তবে সেটা হবে চুড়ান্ত সমাধান। টেকিনিক্যাল কারণে হয়তো পুরপুরি ফনেটিক লেআউট অনুসরন করা সম্ভব নয়। তবে কিবোর্ড লেআউটা আরও কিছুটা ঘষামাজা করে যতটা সম্ভব ফনেটিকের কাছাকাছি নেওয়া যেতে পারে। যারা এবিষয়ে কাজ করেন তাদের কাছে এটা আমার অনুরোধ।

কোন মন্তব্য নেই:

এই ব্লগটি সন্ধান করুন