শনিবার, ১৩ এপ্রিল, ২০১৩

শিশুকালের কবিতা




মা গো আমায় দেখাসনে আর জুজু বুড়ির ভয়,
আজকাল আর আমি তোমার ছোট্ট খোকা নই।

কাজ কর্ম লিখা-পড়া খুব ফেলেছি শিখে,
এবার থেকে মনটা দেব আবিষ্কারের দিকে।

কাগজ দিয়ে উড়োজাহাজ বানাই কত রোজ,
তুই মা শুধু রাঁধতে জানিস রাখিস কিসের খোঁজ?

রেলগাড়ি আর মোটরগাড়ি বানানো খুব সোজা,
লোহা-লক্কর ঐসব যদি এনে দাও এক বোঝা।

মাথা আমার মন্দ নয়, এবার দেখিস ঠিক,
তোর ছেলে মা হয়ে যাবে বড় বৈজ্ঞানিক।


এই ব্লগটি সন্ধান করুন