অনেক দিন বাদে আবার লিখতে বসলাম। কঠিন একটা শীত পার করে অবশেষে বসন্ত এসেছে। শীতটা দারুন উপভোগ করেছি। জীবনে প্রথম তুষার পাত দেখলাম। আর জীবনে প্রথম স্কী ও করলাম। জিনিষটা টিভিতে দেখতে যত সোজা বাস্তবে তত কঠিন। প্রথম সেসন করার পর গায়ে আর শক্তি ছিলনা। তবে উপভোগ করেছি।
ল্যাবের সামনে আমি স্কী রিসোট- স্কাই ভিভালডি
আমি
আমি ও সহপাঠিনি- কিম আরেম
আমরা সবাই
ও বসন্তর কথা লেখতে যেয়ে শীতের গল্প বলা হয়ে গেল। এখন ড্রাফট করে রাখি পরে লিখব