শনিবার, ২ অক্টোবর, ২০১০
Photography
সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০০৯
Lake Winnipeg tour
তারিখ : ০৫-০৯-২০০৯
আজ আমি আমার দুই রুমেট সায়িদ ভাই সন্জয় ভাই আর সুমি আপা সবাই মিলে লেক উইনিপেগ ঘুরতে গিয়েছিলাম।
এই খানে দুই জায়গার ম্যাপ।
একটি বৃহত্তর মানচিত্রে Winnipeg Lake Tour দেখুন
আমার মত ছাপোষা বাংগালীর কাছে বিচ মানে বিশাল সমুদ্র। জীবনে প্রথম লেক বিচ দেখলাম। বিচের মানে যদি হয় মানে বিশাল জলাধার আর তার কিনারে বালির তীর তাহলে বিচ হিসাবে লেক বিচের সব কিছু আছে। নেই শুধু বিশাল বিশাল ঢেউ, ঢেউ এর গরজন, আর লোনা পানি , লোনা বাতাস। তবে কানাডার একদম বুকের মাঝখানে বসে সমুদ্রকে বাড়ির কাছে আশা করা বোকামি। তাই দুধের স্বাদ ঘোলে মেটানোর জন্য এগুলো খারাপ না। এখানে কিছু ছবি দিলাম।
যাওয়ার পথে
ধাতব মুদ্রা তৈরির কারখানা। বাংলাদেশের মুদ্রাও এখানে তৈরি হয়।
যাওয়ার পথে সমতলের মাঝে উচু নিচু পথ
ভিক্টোরিয়া বিচে ঢোকার মুখে
ভিক্টোরিয়া বিচ
গ্রান্ড বিচে বালির শিল্পকর্ম
গ্রান্ড বিচে আমি
গ্রান্ড বিচ
বালির দুর্গ
গ্রীষ্মের আকাশে আলো ছায়ার খেলা
গ্রান্ড বিচে সূর্য ডোবার আগ মূহুর্তে
আরও একটা
ফেরার পথে
সোমবার, ২৫ আগস্ট, ২০০৮
সিউলের চুড়ায়
তারিখ: ৬ জুলাই, ২০০৮ স্থান : বুখানসান ন্যাসনাল পার্ক পাহাড়: বুখান উচ্চতা : ৭৪০ মিটার
আমরা সবাই ব্রায়ানের জন্য বসে আছি।
পার্কে গেটের সামনে
পাহাড় বেয়ে ওঠা। না আমি উঠছিনা
দিক নির্দেশনা
চুড়ায় ওঠার পথ
মাঝখানে বিরতি
পাহাড় থেকে সিউল শহর
ব্রায়ান ও শেলি আমাদের গাইড ও দোভাষী
আমি ও ব্রায়ান
ফেরার পথে গ্রুপ ছবি। চলার পথের মাঝখামে বিশাল এক পাথর, তার গোড়ায়
ফেরার পথে সিউল শহর