প্রিয় গান লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
প্রিয় গান লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
সোমবার, ১৫ ফেব্রুয়ারী, ২০১০
অগোচরে
অগোচরে
সিনেমাঃ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার
এ্যালবামঃ দ্বিধা
গায়িকাঃ মিথিলা
বন্ধূর পথে বন্ধু হয়ে হাতটা ধরে ছিলে
মিথ্যে এ বাধঁনে আমার হয়ে ছিলে।
বন্ধূর পথে বন্ধু হয়ে হাতটা ধরে ছিলে
মিথ্যে এ বাধঁনে আমার হয়ে ছিলে।
আমি চাইনি এ সুখের সাজানো আসর
আমি চাইনা এ রংয়ের বাঁসর।
অগচরে এলে আমায় ভাসালে,
আমি চাইনা এ ফুলের সাগর।
বন্ধূর পথে বন্ধু হয়ে হাতটা ধরে ছিলে
মিথ্যে এ বাধঁনে আশ্রয় দিয়ে ছিলে।
বন্ধুর পথে বন্ধু হয়ে হাতটা ধরে ছিলে
মিথ্যে এবাধঁনে আশ্রয় দিয়ে ছিলে।
আমি চাইনি এ সুখের সজানো আসর
আমি চাইনা এ রংয়ের বাঁসর।
অগচরে এলে আমায় ভাসালে,
আমি চাইনা এ ফুলের সাগর।
তুমি শুপ্ত হয়ে ছিলে আমার এ প্রানে
তুমি শ্বপ্ন হয়ে ছিলে আমার এ হৃদয়ে
কেন……. কেন তুমি এলে……. শুপ্ত হয়ে……………… তুমি এলে …….. কেন ?
বন্ধূর পথে বন্ধু হয়ে হাতটা ধরে ছিলে
মিথ্যে এবাধঁনে আমার হয়ে ছিলে
আমি চাইনি এ সুখের সজানো আসর
আমি চাইনা এ রংয়ের বাসর
অগচরে এলে আমায় ভাসালে
আমি চাইনা এ ফুলের সাগর
আমার অনুভূতিঃ
কাওকে স্বপ্ন দেখতে শিখিয়ে, সেই স্বপ্নে গুলোকে দুঃস্বপ্নে পরিনর করলে সে কষ্ট মেনে নেওয়া অনেক কঠিন।
বন্ধুতের বিশ্বাস ভংয়ের কষ্টের গান। ভালবাসাকে না পাওয়ার আর না মেলা অনেক প্রশ্ন নিয়ে গানটা।
রবিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০১০
কবিতা পড়ার প্রহর এসেছে রাতের নির্জনে
কবিতা পড়ার প্রহর এসেছে রাতের নির্জনে, (২)
জোনাকীর আলো নিভে আর জ্বলে শালমহুয়ার বনে। (২)
কবিতা পড়ার প্রহর এসেছে রাতের নির্জনে, (১)
কবিতার সাথে চৈত্রের রাতে, কেটেছে সময় হাত রেখে হাতে, (২)
সেই কথা ভেবে কিছুটা আমায় স্মৃতির নকশা বুনে,
জোনাকীর আলো নিভে আর জ্বলে শালমহুয়ার বনে।
কবিতা পড়ার প্রহর এসেছে রাতের নির্জনে,
অতিতের ছবি আঁকা হয়ে গেলে, তারে দেখি এই চোখ দুটি মেলে।(২)
পলাতক আমি কোথা চলে যাই, আধারের এগান শুনে
জোনাকীর আলো নিভে আর জ্বলে শালমহুয়ার বনে।
কবিতা পড়ার প্রহর এসেছে রাতের নির্জনে,(২)
জোনাকীর আলো নিভে আর জ্বলে শালমহুয়ার বনে। (২)
গানটি লিখেছেন: কাওসার আহমেদ চৌধুরী।
গেয়েছেন: সামিনা চৌধুরী
মেঘ থম থম করে
মেঘ থম থম করে কেউ নেয়, নেয়!
জল থৈই থেই তীরে কিছু নেয়,নেয়!
ভাঙ্গনের যে নেয় পারাপার!
তুমি আমি সব একাকার!!
কোথাই জানিনা কে ছিলো যে কোথায়!
সীমানা পেরিয়ে সব মিশে যেতে চায়!!
পুরোনো সব নিয়ম ভাঙ্গে অনিয়োমের ঝড়!
ঝোড়ো হাওয়া ভেঙ্গে দিলো মিথ্যে তাসের ঘর!
নতুন মাটিতে আসে ফসলেরি কাল!
আধার পেরিয়ে আসে আগামী সকাল!!
রাত ঘুম ঘুম ঘোরে জাগে ওই,ওই!
রোদ ঝলমল করে দেখো ওই,ওই!
বাতাসের যে নেই হাহাকার!
পথ নেই যে পথ হারাবার!!
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)