শনিবার, ১৩ এপ্রিল, ২০১৩

শিশুকালের কবিতা




মা গো আমায় দেখাসনে আর জুজু বুড়ির ভয়,
আজকাল আর আমি তোমার ছোট্ট খোকা নই।

কাজ কর্ম লিখা-পড়া খুব ফেলেছি শিখে,
এবার থেকে মনটা দেব আবিষ্কারের দিকে।

কাগজ দিয়ে উড়োজাহাজ বানাই কত রোজ,
তুই মা শুধু রাঁধতে জানিস রাখিস কিসের খোঁজ?

রেলগাড়ি আর মোটরগাড়ি বানানো খুব সোজা,
লোহা-লক্কর ঐসব যদি এনে দাও এক বোঝা।

মাথা আমার মন্দ নয়, এবার দেখিস ঠিক,
তোর ছেলে মা হয়ে যাবে বড় বৈজ্ঞানিক।


My Phone History

1. Samsung X610  (2006 to February 2007 ) 

2. LG KU311 (February 2007 to February 2009 )

3. Nokia 5132 XpressMusic (February 2009 to August 2009) 


4. Sony Ericsson W705 (August 2009 to September 2010)

5. Sony Ericsson Vivaz pro (September 2010 to September 2012)

6. Samsung Galaxy S II X T989D (September 2012 till today)  

I will update again when I will start to use another phone.

এই ব্লগটি সন্ধান করুন