শুক্রবার, ১২ ফেব্রুয়ারী, ২০১০

একা


দিন যাচ্ছে আর কেমন জানি বন্ধু ছাড়া হয়ে যাচ্ছি। সারাদিন নানা কাজ নিয়ে ব্যাস্ত থাকার পর মাঝে মাঝে যখন কারও সাথে কথা বলাতে ইচ্ছা করে তখন দেখি বাবা মা ভাই বোন ছাড়া কথা বলার কেউ নেয়। বন্ধু যে একেবারে ছিল না তা নয়। কিন্তু সবাই তাদের নিজেদের জীবন নিয়ে ব্যাস্ত। তার উপর অর্ধেক পৃথীবি দুরত্ব আমাকে তাদের থেকে আরও বেশি দুরে সরিয়ে দিয়েছে। সবার নিজের জগৎ তৈরি হয়েছে। আমার ও নিজের জগৎ তৈরি হয়েছে। কিন্তু নতুন কোন ঘনিষ্ট বন্ধু তৈরি হয়নি। চারিদিকের বরফ শীতলতা আমাকে আমাকে আরও বেশি শীতল করে দিচ্ছে। একা একা বাচতে শিখছি। মাঝে মাঝে নিজেকে নিজের কাছেই অস্বাভাবিক লাগে। নিজের সাথে কথা বলে আমি ক্লান্ত।

হয়তো এইটাই ভালো। কারন দিন শেষে আমরা সবাই একা, নিসঃঙ্গ।


কোন মন্তব্য নেই:

এই ব্লগটি সন্ধান করুন