রবিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০১০
মেঘ থম থম করে
মেঘ থম থম করে কেউ নেয়, নেয়!
জল থৈই থেই তীরে কিছু নেয়,নেয়!
ভাঙ্গনের যে নেয় পারাপার!
তুমি আমি সব একাকার!!
কোথাই জানিনা কে ছিলো যে কোথায়!
সীমানা পেরিয়ে সব মিশে যেতে চায়!!
পুরোনো সব নিয়ম ভাঙ্গে অনিয়োমের ঝড়!
ঝোড়ো হাওয়া ভেঙ্গে দিলো মিথ্যে তাসের ঘর!
নতুন মাটিতে আসে ফসলেরি কাল!
আধার পেরিয়ে আসে আগামী সকাল!!
রাত ঘুম ঘুম ঘোরে জাগে ওই,ওই!
রোদ ঝলমল করে দেখো ওই,ওই!
বাতাসের যে নেই হাহাকার!
পথ নেই যে পথ হারাবার!!
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন