
একক ভাবে খুবই সাদামাটা ফুল। কিন্তু কথাই আছেনা একতাই বল,তার উৎকৃষ্ট প্রমান এই ফুল। ছোট ছোট সাদা হালকা গোলাপি রংঙ্গে যখন ফোটে তখন মাথা খারাপ হওয়ার দশা। গাছে কোন পাতা থাকেনা। শুধু ফুল আর ফুল।

মনে হয় তুষার পাত হয়েছে। না দেখলে এ জিনিষ পুরপুরি উপলব্ধি করা যাবেনা। হালকা বাতাসে ফুলের পাপড়ি রাস্তাই ঝরে পড়ে রাস্তা সাদা হয়ে যায়।

ছবি দেখলে কিছুটা ধারনা পাবেন চেরী কেন সারা বিশ্বে বিখ্যাত।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন