ঠেলায় পড়লে বাঘেও ঘাশ খায়, আমিতো অতি সাধারন মানুষ। পড়া লেখায় আমার রাজ্যের আলসেমি, তবে সব পড়ায় না। শুধু যে পড়া দরকারী সেটা পড়তেই আমার যত আলস্য। তার পরেও এখন কপালের ফেরে আমি এখন গবেষক সহকারী, তাও আবার কোরিয়ার মত দেশে যাদের কাছে কাজই জীবন। সকাল ৯টা থেকে রাত ১১টা পর্যন্ত কাজ করার পরও এদের কাজ শেষ হয় না। এদের সংসার কি করে টেকে সেটা আমার মত বাংগালীর কাছে এক রহস্য। যাক ধান বানতে শিবের গীত গেয়ে লাভ নেই। আমার গবেষণার কথায় ফিরে যায়।
এখানে আসার আগে বুঝি নাই আমার ল্যাব এত বড়। এই ল্যাব বিশ্বের এক মাত্র বিশ্ববিদ্যালয় পর্যায়ের ল্যাব যেখানে ৫" সাইজের এলসিডি প্যানের উৎপাদন করা যায়। আসার পর বড় একটা ধাক্কা খেয়ে ছিলাম। যে কিনা খুলনার মত একটা অজপাড়াগার বিশ্ববিদ্যালয়ে পড়া লেখা করে মাত্র কিছু দিন হল পাশ করেছে তার জন্য এরকম একটা ল্যাব ধাক্কা খাওয়ার মত জিনিষই বটে। প্রথম ৩ মাস আমার কাজ ছিল প্রতি সপ্তায় নতুন একটা গ্রুপের সাথে কাজ করা, তাদের গবেষণার বিষয়ে ধারনা নেওয়া এবং বিষয়টা নিয়ে একটা প্রাথমিক ধারনা নেওয়া। ৩ মাস পর প্রফেসর জানতে চাইলো কোন বিষয়টা আমার পছন্দ হয়েছে। আগে থেকেই সিধান্ত নিয়ে রেখে ছিলাম সার্কিট টিম এ কাজ করব। সার্কিট টিম এর প্রফেসার ও আমার ব্যাপারে বেশ আগ্রহি। এছাড়া ওই প্রফেসর ইন্টেল এর সাথে একটা প্রজেক্ট শুরু করতে যাচ্ছে। তাই ডুকে গেলাম এই টিমে। মেন প্রফেসর আমার পছন্দ শুনে বেশ হতাশ হলেন বলে মনে হল। এখন জানি তিনি একজন সিনিয়রকে বলে ছিলেন আমার এই ফিল্ডে নাকি ইউনির্ভারসিটি লেভেলে কাজ হয়না, হয় কম্পানি পর্যায়ে। তার পরও আল্লার নাম নিয়ে শুরু করলাম। আমার মত ছেলের জন্য ইন্টেল বিশাল কিছু। আর তাদের সাথে কাজ করা একটা স্বপ্ন। এমন সুজোগ হাত ছাড়া করতে আমি রাজি না।
শুরু হল ইন্টেল এর কাজ। প্রফেসর আমায় ডেকে বলেন, তোমাকে কাজ করতে হবে টেকনলজির শেষ প্রান্তের বিষয় নিয়ে। ইংরেজিতে যাকে বলে স্টেট অফ দ্যা আর্ট অতএব আমাকে সেই পর্যন্ত জ্ঞান আগে আমাকে অর্জন করতে হবে। শুনে বেশ ভয়ই পেলাম। আমার ল্যাবে আগে কেউ এ বিষয় নিয়ে কাজ করেনি। ফলে কোন গাইড ও পাওয়া যাবেনা। প্রথম কয়েক দিন প্রফেসর ইংলিসে কিছু লেকচার দিলেন। এরপর কোরিয়াদের সুবিধার জন্য কোরিয়ানে লেকচার দেওয়া শুরু করলেন। আমাকে বললেন ওদের কাছ থেকে আলচনা করে জেনে নিতে। আর ওদের জিগেস করলে বলে "I didn't understand" কি আর করা শুরু করলাম বাঘের ঘাস খাওয়া। কিছু না পারলে প্রফেসর কে জিগেষ করি। এই লোকটার কাছে আমি চির কূতগ্য। হাতে ধরে অনেক কিছু আমাকে শিখিয়েছেন। অনেক কিছু.. শিখেছি ইংরেজি বানান থেকে শুরু করে নিজের ব্যাক্তিত্য অনেক কিছু।
আর একদিন লিখব....। ‘রিকার‘ কিভাবে লেখে রুপালিতে খুজে বের করতে হবে?
1 টি মন্তব্য:
Well well well......
একটি মন্তব্য পোস্ট করুন