মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০০৮
এখন যা শুনছি
আজ কয়েকদিন ধরে শুনছি আ্যবা-র গান। অনেকবার শোনা এদের গান গুলো ইদানিং গান খুব ভাল লাগছে। যদিও ইংলিস গান শোনা হলেও পুরপুরি একশ ভাগ বোঝার মত বিদ্যা এখনও হয়নি। বাজনার সাথে শব্দগুলো এমন ভাবে মিশে যায় যে বুঝতে আমার অন্তত বেশ বেগপেতে হয়। বিশ্ববিদ্যালয় জীবনের শুরুর দিকে ইংলিস গানের সাথে পরিচয়, বুঝতাম খুবই কম। তাই সাবটাইটেল ওলা গান গুলো শোনা হত বেশি। কয়েকবার গানটা শোনার পর পুর মানে বুঝতে পারতাম। আর এখন ইংলিস গান শুনলে আগে গানের কথা ডাউনলোড করে নিই, এর পর শুনি। এভাবে ইউটিউবে বেশ ভাল একটা প্লেলিস্ট তৈরি হয়েছে। ইদানিং এই প্লেলিস্টের নতুন সব গান আ্যবার গান। ড্যানসিং কুইন, টেইক এ চান্স অন মি, নেম অব দা গেম, চিকুইটিটা টেল মি হেয়াটস রং, সমার নাইট সিটি গান গুল বার বার শুনছি। সব গানের কথা গুলো পাওয়া যাবে এখানে। সব গান গুলোর ভিতর কেমন জানি একটা মিল আছে। বিশেষত যখন চার জন মিলে একসাথে গায় তখন মিলটা বেশি পাওয়া যায়। আমি এখন ও ধরতে পারিনি কারনটা ঠিক কি। তবে শুনতে বেশ ভালই লাগে। বিশেষত এদের রোমান্টিক গান গুলো চার জন এক সাথে গাওয়ার ফলে একটা নতুনত্ব পাওয়া যায়। তবে ব্যক্তি জীবনে এরা এই রোমান্টিকতা ধরে রাখতে পারেনি বলে আমার একটু খারাপ লাগে।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন